নয়াদিল্লি: গ্রীষ্মের ছুটি চলাকালীন মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়ায় বিচার বিভাগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এর ফলে কাজের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়বে। আজ সুপ্রিম কোর্টে ডিজিটাল মাধ্যমে মামলার নথি জমা দেওয়ার ব্যবস্থার উদ্বোধন করে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল রেখে সবাইকে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি।


দেশের বিভিন্ন আদালতে লক্ষাধিক মামলা জমে রয়েছে। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য গত ৬ এপ্রিল দেশের ২৪টি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে গ্রীষ্মের ছুটি চলাকালীন কয়েকদিন কাজ করার অনুরোধ করেন প্রধান বিচারপতি। তাঁর এই উদ্যোগেরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, তাঁর অনুরোধে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রত্যেক মাসের ৯ তারিখ বিনামূল্যে দরিদ্র মহিলাদের চিকিৎসা করেন। তথ্য-প্রযুক্তি বিভাগের ছাত্ররা সরকারি প্রকল্পের ৪০০টি সমস্যার সমাধানের জন্য টানা ৩৬ ঘণ্টা কাজ করেছেন। তাঁদের মতোই কাজ করা উচিত আইনজীবীদের।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, অনেকেই নতুন প্রযুক্তির ব্যবহার করতে চান না। সরকারি দফতরে ফুলদানির বদলে কম্পিউটার এসেছে। কিন্তু সেটা শুধু লোক দেখানোর জন্যই থাকে। মানুষ নতুন মোবাইল ফোন কেনেন, কিন্তু শুধু ফোন করার জন্যই সেটা ব্যবহার করা হয়। এসএমএস করেও সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে অনেকে জানতে চান, তিনি সেই এসএমএস পেয়েছেন কি না। সুপ্রিম কোর্টে কাগজের ব্যবহার বন্ধ হলে গাছ ও জল বাঁচবে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে মানুষ ডিজিটাল লেনদেন করছেন। এর ফলে নোট তৈরির যে অর্থ বেঁচে যাচ্ছে, সেটা দিয়ে গরিবদের জন্য বাড়ি এবং স্কুল বানানো যায়।