পরে অর্থসচিব জানান, ব্যাঙ্কগুলিতে টাকার জোগান বাড়াতে যে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁরা। বৈঠকে স্থির হয়েছে,
. ব্যাঙ্কের প্রতিনিধিদের (ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট) কাছে রাখা টাকার পরিমাণ বাড়িয়ে অন্তত ৫০,০০০ করার জন্য ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হবে
. দিনে একাধিকবার টাকা তুলতে পারবেন ব্যাঙ্কের প্রতিনিধিরা
. এটিএম থেকে ৫০০ ও ২,০০০ টাকার নতুন নোট ছাড়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করার পরিকল্পনা করতে গঠিত হবে টাস্ক ফোর্স
. এর মধ্যে বিভিন্ন এলাকায় বসানো হবে প্রচুর সংখ্যক মাইক্রো এটিএম, যাতে ডেবিট ও ক্রেডিট কার্ডে টাকা তোলা যায়
. বিশেষ কিছু ক্ষেত্রে যাতে পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট গ্রহণ করা যায়, সে জন্য ছাড় দিচ্ছে সরকার
. ১৪ নভেম্বর মাঝরাত থেকে ২৪ নভেম্বর মাঝরাত পর্যন্ত ওই সব ক্ষেত্রে পুরনো নেটে লেনদেন চলবে
. প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য ব্যাঙ্কে আলাদা লাইন হবে
. পুরনো নোটের বদলে নতুন নোট নিতে যাঁরা ব্যাঙ্কে আসছেন, তাঁদের জন্যও হবে পৃথক লাইন।
এদিকে, জাতীয় সড়কগুলিতে আগামী ১৮ নভেম্বর মধ্যরাত্রি পর্যন্ত কোনও টোল ট্যাক্স নেওয়া হবে না। ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে যে অসুবিধা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সময়সীমা আরও চারদিন বাড়ানো হল। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, জাতীয় সড়কে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে এই সময়সীমা ১৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল।
প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর গত ৯ নভেম্বর সরকার জানিয়েছিল ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত জাতীয় সড়কগুলিতে কোনও টোল ট্যাক্স দিতে হবে না। পরে তা ১৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এর পর ফের এই সময়সীমা বাড়ল।
টিকিট কেনা ও ট্রেনযাত্রায় খাওয়াদাওয়ার ক্ষেত্রে বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোট গ্রহনের মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়াল রেল। রেলমন্ত্রক সূত্রে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, নোট বাতিলের সিদ্ধান্তের পর সরকার প্রথমে গত ১১ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্প , দুধের বুধ, সরকারি পরিবহণ, রেলের টিকিট ও বিমানের টিকিট কেনার ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়া হবে বলে জানিয়েছিল। পরে ওই মেয়াদ ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।