নয়ডা: জ্বালানি বাঁচান, যথাসম্ভব গণ পরিবহণ পরিষেবা ব্যবহার করুন। দেশবাসীর উদ্দেশে এমনই আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


সোমবার, দিল্লি মেট্রোর নবতম ১২ কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করতে গিয়ে পরিকাঠামো তৈরি করতে সরকারের প্রচুর ব্যয় হয়। কিন্তু, তাঁর ফল পান পরবর্তী প্রজন্ম।


প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০২২ সালে দেশ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে। সেই সময়ের মধ্যে তিনি অশোধিত পেট্রোপণ্যের আমদানি অনেক অংশে কমাতে চাইছেন।


মোদীর মতে, বহু-প্রকারীয় পরিবহণ ব্যবস্থার ফলে জ্বালানির অপচয় কমবে। এর ফলে, সাধারণ মানুষের টাকা বাঁচবে এবং একইসঙ্গে পরিবেশ রক্ষাও হবে।


মোদী স্মরণ করেন, ২০০২ সালের ২৪ ডিসেম্বর, প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী দিল্লি মেট্রোয় চড়েছিলেন। সেই থেকে দিল্লি মেট্রো নেটওয়ার্ক ক্রমশ বৃদ্ধি পেয়েছে।


মোদী বলেন, আমরা এমন একটা যুগে বাস করি, যেখানে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ছাড়া জীবন স্তব্ধ হয়ে পড়ে।


মেট্রোকে বর্তমানের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও সমান উপযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষকে উপলব্ধি করতে হবে, মেট্রোয় চড়া একটা গর্বের বিষয়।


গণপরিবহণ পরিষেবা ব্যবহার করার পাশাপাশি দেশবাসীকে ব্যক্তিস্বার্থ পরিত্যাগ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সুশাসনের মাধ্যমেই একমাত্র সার্বিক উন্নয়ন সম্ভব।


প্রসঙ্গত, সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৩তম জন্মদিন। এদিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করছে বিজেপি। তিনি বলেন, মানুষ যতদিন ‘আমার কি’ মানসিকতা থেকে না বেরিয়ে আসবে, ততদিন কোনও উন্নয়ন সম্ভব নয়।