বালিয়া: দারিদ্র্যসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার প্রকল্প ‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা’-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

রবিবার উত্তরপ্রদেশের বালিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদী। তিনি বলেন, উত্তরপ্রদেশের এই জেলাতেই এলপিজি সংযোগ থাকা পরিবারের সংখ্যা সবচেয়ে কম। সেই কারণেই বালিয়াকে এই প্রকল্পের উদ্বোধনের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে গরিব পরিবার, বিশেষ করে গরিব মহিলারা সুবিধা পাবেন। দুর্নীতি ঠেকানোর জন্য ভর্তুকির অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। আগামী তিন বছর এই প্রকল্পের সুযোগ পাবে গরিব পরিবারগুলি।

 

উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যবাসীর মন জয় করার সুযোগ হাতছাড়া করেননি মোদী। তিনি নিজের মায়ের কষ্টের কথা বর্ণনা করে বলেন, তাঁদের বাড়িতে কোনও জানলা ছিল না। তাঁর মা যখন কাঠে রান্না করতেন তখন ধোঁয়ার চোটে তাঁকে দেখা যেত না। তাই মহিলা ও শিশুদের কষ্ট তিনি বোঝেন।

 

ভোটের কথা না ভেবে গরিবদের উন্নতির লক্ষ্যে তাঁর সরকার কাজ করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি গঙ্গা দূষণ রোধ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।