নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাস অতিমারীর মধ্যেই ফের একবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে সতর্ক করে বলেছে, যতক্ষণ না ওষুধ আসছে, ততক্ষণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঢিলে দেওয়া চলবে না। সাধারণ মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভ্যাকসিন এলেই তা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।
মোদি বলেছেন, জনতা কার্ফু থেকে শুরু করে আজ পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসী দীর্ঘ পথ অতিক্রম করেছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আর্থিক কার্যকলাপ দ্রুত গতিতে বাড়ছে। নিজেদের দায়িত্ব পালনের জন্য সবাই আবার প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু মনে রাখতে হবে, লকডাউন উঠলেও ভাইরাস কিন্তু চলে যায়নি। গত ৭-৮ মাসে প্রত্যেক ভারতীয়র প্রচেষ্টায় যে পরিস্থিতিতে পৌঁছনো গিয়েছে, তাকে বেহাল হতে দেওয়া যায় না।
প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশে সুস্থতার হার বেশি, মৃত্যু হার কম। বিশ্বের ধনবান দেশের তুলনায় ভারত নাগরিকদের জীবন রক্ষায় সক্ষম হয়েছে। কোভিড-১৯ মোকাবিলা পরীক্ষার ক্রমবরদ্ধমান সংখ্যা আমাদের বড় শক্তি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, সেবা পরম ধর্ম-এই মন্ত্র অনুসরণ করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এত বিশাল জনসংখ্যার নিঃস্বার্থ সেবা করছেন। এই সমস্ত প্রয়াসের মধ্যে কোনও গাফিলতি হতে দেওয়া যায় না। ঘুণাক্ষরেও ভাবলে চলবে না যে, করোনা চলে গিয়েছে বা করোনা থেকে কোনও বিপদ নেই।
প্রধানমন্ত্রী বলেছেন, মানবতাকে রক্ষার জন্য এভাবে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ বহু বছর পর হচ্ছে। বিভিন্ন দেশ এই লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও ভ্যাকসিনের জন্য দিনরাত এক করে কাজ করছেন। ভারতে এখন বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এরমধ্যে কয়েকটি ভ্যাকসিন পরীক্ষার অ্যাডভান্স পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন এলেই তা যাতে দ্রুত প্রত্যেক ভারতীয় কাছে পৌঁছে দেওয়া যায়, সরকার তার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক নাগরিককের কাছে যাতে ভ্যাকসিন পৌঁছয় সেই লক্ষ্যে কাজ চলছে।