নয়াদিল্লি: ‘মায়ের আশীর্বাদ কাজ করার অনুপ্রেরণা দেয়, শক্তি যোগায়। আপনার মা কে ধন্যবাদ জানাবেন।’ অনুপম খেরকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন অনুপম খের। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ বার্তা পোস্ট করেছেন অনুপম খেরের মা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এমন প্রধানমন্ত্রী কোনও দেশ পায়নি যিনি হাত জোড় করে দেশের জনগণকে অনুরোধ করেন নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য। জনগণের ভালোর জন্যই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন মোদি। তিনি ১৩০ কোটি মানুষের কথা ভাবছেন, কিন্তু তাঁর কথা কে ভাববে! আমি প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমরাও হাত জোড় করে বলছি তিনি ভালো থাকুন।’



করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২৪ এপ্রিল গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যেহেতু এখনও করোনাভাইরাসের কোনও ওষুধ আবিষ্কার হয়নি তাই সামাজিক দূরত্ব বজায় রাখাই প্রতিরোধের একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই গোটা পৃথিবীর কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে কোভিড করোনাভাইরাস। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪।

অনুপম খেরের ট্যুইটটি রিটুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন,‘মায়ের আশীর্বাদ কাজ করার অনুপ্রেরণা দেয়, শক্তি যোগায়।’ সেইসঙ্গে মোদি অনুপম খেরকে লেখেন, ‘আপনার মা কে ধন্যবাদ জানাবেন।’

অনুপম খের লেখেন, ‘প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কথা বলতে গিয়ে চোখে জল এসেছে মায়েরও। প্রধানমন্ত্রী আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।’

এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সপক্ষে কথা বলতে শোনা গিয়েছে অনুপম খেরকে। এই নিয়ে তৈরী হয়েছে বিতর্কও।