নয়াদিল্লি: করোনা ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য তারকাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ট্যুইটারে একাধিক টুইট করেন তিনি। তাঁর ডাকে সাড়া দিয়ে যে সমস্ত তারকারা এগিয়ে এসেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। লেখেন, ‘সমস্ত ক্ষেত্র থেকে প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দান করেছেন বহু তারকা। তাঁদের জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে আমরা করোনার বিরুদ্ধে কড়াভাবে লড়াই করব।’


ট্যুইটারে তিনি মাধুরী দিক্ষীত, আলিয়া ভট্ট, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর, কর্ণ জোহরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘প্রত্যেক অনুদান মনে রাখা হবে। কারণ প্রত্যেক অনুদানই সমান প্রয়োজনীয়।’



আরও একটি ট্যুইটে মোদি লেখেন, ভারতীয় তারকারা জাতির স্বাস্থ্য রক্ষার জন্য তাঁদের কষ্টার্জিত টাকা দান করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতেও সাহায্য করছেন তাঁরা।



পরে মোদি আরও একটি ট্যুইট করে গায়ক বাদশা, গুরু রান্ধাওয়া, অভিনেতা রণবীর শোরে, নানা পাটেকর, কার্তিক আরিয়ান, শিল্পা শেট্টি কুন্দ্রা, ও অজয় দেবগণকে প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান।