ট্যুইটারে তিনি মাধুরী দিক্ষীত, আলিয়া ভট্ট, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর, কর্ণ জোহরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘প্রত্যেক অনুদান মনে রাখা হবে। কারণ প্রত্যেক অনুদানই সমান প্রয়োজনীয়।’
আরও একটি ট্যুইটে মোদি লেখেন, ভারতীয় তারকারা জাতির স্বাস্থ্য রক্ষার জন্য তাঁদের কষ্টার্জিত টাকা দান করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতেও সাহায্য করছেন তাঁরা।
পরে মোদি আরও একটি ট্যুইট করে গায়ক বাদশা, গুরু রান্ধাওয়া, অভিনেতা রণবীর শোরে, নানা পাটেকর, কার্তিক আরিয়ান, শিল্পা শেট্টি কুন্দ্রা, ও অজয় দেবগণকে প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান।