নয়াদিল্লি: ‘দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ।’ স্বামীজির মূর্তি উন্মোচন করতে গিয়ে একথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। বললেন, স্বামীজীর এই মূর্তি সবাইকে প্রেরণা যোগাক, সাহস দিক।


একটা সময় ছিল যখন কেন্দ্রের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়। এদিন সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেন, ‘দেশ তখনই আত্মনির্ভর হয়, যখন চিন্তাধারা হয় আত্মনির্ভর। জেএনইউ-তে রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়।’


এর জন্য এদিন জেএনইউ-এর শিক্ষক-পড়ুয়াদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের দেশে বহু ভাবধারা এসে মিলিত হয়ে নতুন ভাবধারার জন্ম হয়। রসবোধকে বাঁচিয়ে রাখতে হবে, তা যেন হারিয়ে না যায়।’


পাশাপাশি, সরকারের কাজের খতিয়ানও পেশ করেন মোদি। বলেন, ‘ কৃষকদের সুরক্ষা বাড়িয়েছি আমরা। গরিবদের কাছে পৌঁছে দিয়েছি দ্রুতগতির ইন্টারনেট।’