অগ্ন্যাশয়ের সমস্যার জেরে ১৫ তারিখ থেকে লীলাবতীতে চিকিৎসাধীন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পর্রীকর। বিজেপি সূত্রে খবর, গত সন্ধেয় মিনিট পনেরোর জন্য তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী, তাঁর অবস্থার উন্নতি হয়েছে।
হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা লক্ষ্য করেছে, পর্রীকরের স্বাস্থ্য নিয়ে অনেক মিথ্যে খবর প্রচারিত হচ্ছে, সে সব কঠোরভাবে অস্বীকার করছে তারা।
আজ থেকে শুরু হচ্ছে গোয়া বিধানসভার বাজেট অধিবেশন। তা মার্চের মাঝামাঝি পর্যন্ত চলার কথা ছিন কিন্তু মুখ্যমন্ত্রীর অসুস্থতার জেরে কমিয়ে তিনদিনের করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, অধিবেশনে যোগ দেবেন তিনি।
১৪ তারিখ পেটে ব্যথার জেরে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোহর পর্রীকরের চেক আপ হয়। পরদিন সকালে মুম্বই নিয়ে গিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।