নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন, জন্মদিনে রাহুল গাঁধীকে অনেক শুভেচ্ছা। আমি ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বুধবার ৪৯ বছর পূর্ণ করলেন রাহুল।





ভোটপর্ব চলাকালীন, এই দুই নেতা তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ।
মোদির পাশাপাশি, এদিন কংগ্রেস নেতারাও রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন আকবর রোডে দলীয় সদরে দলীয় সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নেতারা।
এদিন বেশ খোসমেজাজে দেখা যায় রাহুলকে। দলীয় কর্মকর্তা থেকে শুরু করে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে হাল্কা মেজাজে গল্প ও মজা করতে দেখা যায় রাহুলকে। যাঁরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাঁদের মিষ্টিমুখও করান তিনি। পরে, কংগ্রেস সদর দফতরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।