এ নিয়ে গত কয়েক বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারেরও বেশি সাহায্য করল দিল্লি।
হায়দরাবাদ হাউসে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য আরও ৪.৫ বিলিয়ন ডলার সাহায্য করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সঙ্গী হয়েছে ভারত। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের ভরসাযোগ্য বন্ধু। প্রতিবেশী দেশটিতে নানা ক্ষেত্রে বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কিছু নতুন ক্ষেত্রে বোঝাপড়া গড়ে তুলতে চায়। এগুলির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান ও অসামরিক পরমাণু ক্ষেত্রের মত হাই টেকনোলজি ক্ষেত্র।