নয়াদিল্লি: বাসব জয়ন্তী উপলক্ষ্যে শনিবার বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে তিন তালাক নিয়ে মুসলিম সম্প্রদায়কে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সমাজে যাঁরা সংস্কার করছেন, তাঁদের তিনি ডাক দিলেন নিজেদের মেয়েদের দুঃখ ঘোচাতে এগিয়ে আসার জন্য।

তিনি বলেছেন, আমি মনে করি, মুসলিম সমাজের ভিতর থেকে নামী লোকেরা এগিয়ে আসুন, মুসলিম মেয়েদের সঙ্গে যা ঘটে চলেছে, তার বিরুদ্ধে লড়াই করুন। তিন তালাকের কুপ্রভাব থেকে ওদের বাঁচানোর রাস্তা বের করুন। মুসলিম সমাজের মাথাদের আরও বলতে চাই, তিন তালাকের বিষয়টিকে রাজনীতির দখলে যেতে দেবেন না। রাজনীতির মানসিকতা দিয়ে বিষয়টি দেখা ঠিক নয়।

এদিন তিনি তাঁর সরকারের সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রের ফের উল্লেখ করে বলেন, সরকার প্রত্যেকের জন্য ২৪ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করতে সব কিছু করছে। কোনওরকম বৈষম্য না করে সবার উন্নতির চেষ্টা চলছে।
মোদী এও বলেন, শুধু পরাজয়, দাসত্ব, দারিদ্র্যেই শেষ নয় ভারতের ইতিহাস। ভারতই গোটা দুনিয়াকে সুশাসন, অহিংসা, সত্যাগ্রহের শিক্ষা দিয়েছে। আমাদের মাটি বিরাট সব মানুষের আশীর্বাদে পুন্য হয়েছে, যাঁরা সমাজটাকে বদলে দিয়েছেন।