নয়াদিল্লি: করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসছেন, অনুদান দিচ্ছেন করোনা ত্রাণ তহবিলে।

এবার করোনা ত্রাণ তহবিলে মোটা টাকা অনুদান দিলেন চেন্নাই সুপার কিংসের সহ-অধিনায়ক সুরেশ রায়না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ লক্ষ টাকা মিলিয়ে মোট ৫২ লক্ষ টাকার অনুদান দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। শনিবার ট্যুইটারে নিজেই এই ঘোষণা করেন তিনি। সেই ট্যুইট রিট্যুইট করে বাহবা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

রায়না ট্যুইট করেন, 'প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা অনুদান করছি।' পাশাপাশিই দেশের নানান প্রান্তের নাগরিকদেরও মুক্তহস্তে করোনার ত্রাণ তহবিলে দান করার অনুরোধ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।



রায়নার এই সিদ্ধান্তে খুশি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিট্যুইট করে লেখেন, 'দুর্দান্ত ফিফটি'!