তেলুগু, তামিল, হিন্দি ছবিতে কাজ করেছেন কাজল। তাঁকে গত ৭ মার্চ চিঠিটি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। জবাবে কাজলও কেন্দ্রের এ ধরনের সামাজিক প্রকল্পের প্রশংসা করে নারী ক্ষমতায়নে সমর্থন জানিয়েছেন।
/code>
ট্যুইট করে কাজল প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি শেয়ার করেছেন, ৮ মার্চের আন্তর্জাতিক নারী দিবসে তাঁকে দেওয়া প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তার জন্যও ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার তথ্যবহুল পত্র ও চমত্কার নারী দিবসের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। বেটি বাঁচাও, বেটি পড়াও ও পুষ্টি অভিযানের মতো কার্যকর আন্দোলন সত্যিই প্রশংসার দাবি রাখে, মহিলাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্যও যত ভাবে সম্ভব, সমর্থনের প্রতিশ্রুতি দিলাম।
আরেক ট্যুইটে তিনি ওই চিঠির একটি ছবি দিয়ে লিখেছেন, এইসব বিল ও স্কিম খুবই উত্সাহ জোগাবে, আমি সত্যিই বিশ্বাস করি, আমাদের সিস্টেমকে ঠিকঠাক কাজ করাতে, চাঙ্গা করে তোলার বিরাট ফল দেবে।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লেখেন, আন্তর্জাতিক নারী দিবসের অভিনন্দন। নারী শক্তির অদম্য চেতনাকে কুর্নিশ জানাই। শিক্ষা, শিল্প, খেলার দুনিয়া থেকে শুরু করে কমিউনিটি সার্ভিস, অসংখ্য ক্ষেত্রে মহিলারা আলাদা ভাবে নিজেদের ছাপ রেখেছেন।
নারী দিবস উপলক্ষ্যে ভারত সরকার জাতীয় পুষ্টি অভিযানের মতো এক ঐতিহাসিক গণ আন্দোলনের উদ্যোগ নিয়েছে। বাচ্চা, মহিলা, কিশোরীদের মধ্যে পুষ্টির ঘাটতি, রক্তশূন্যতা, জন্মের সময় ওজন কম থাকার মতো সমস্যা মোকাবিলায় কাজ হবে এই অভিযানে। ৫ বছরের কমবয়সি বাচ্চাদের মধ্যে খর্বকায় হওয়ার প্রবণতা কমানোও এর লক্ষ্য। আসুন, একযোগে শুধু নারী উন্নয়ন নয়, মহিলাদের নেতৃত্বে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলি।