এক ঝলকে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের মূল বক্তব্য:
  • আজ থেকে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বন্ধ।
  • আজ রাত বারোটা থেকেই দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর।
  • আজ মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন নয়।
  • ১০০, ৫০, ২০, ১০, ৫, ২ এবং ১ টাকার নোট এবং কয়েনের ওপর কোনও নিষেধাজ্ঞা নয়।
  • নগদ ছাড়া টাকার অন্য ব্যবহার, যেমন, চেক, ডিমান্ড ড্রাফ্ট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহারে কোনও বদল হচ্ছে না।
  • হাতে থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে নিতে হবে অ্যাকাউন্ট ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে।
  • টাকা বদলানোর জন্য নিয়ে যেতে হবে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র।
  • ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পুরনো নোট জমা করে নতুন নোট পাওয়া যাবে।
  • মোট ৫০ দিন সময় পাওয়া যাবে এই প্রক্রিয়ার জন্য।
  • অ্যাকাউন্টে জমা ওই টাকা তোলা যাবে যে কোনও সময়।
  • বিনিময়ের ক্ষেত্রে হাতেহাতে প্রতিদিন ৪ হাজার টাকা মূল্যের নতুন নোট মিলবে। এই নিয়ম লাগু আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।
  • এছাড়া অ্যাকাউন্টে পুরনো নোট জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই। নতুন টাকার তোলার জন্য ব্যাঙ্ক বা এটিএম-এ যেতে হবে।
  • সেক্ষেত্রে নতুন নোটের জোগানের কথা মাথায় রেখে কিছুদিন আপাতত দৈনিক এটিএম থেকে ২০০০ টাকার বেশি তোলা যাবে না। ধীরে ধীরে এই সীমা বাড়ানো হবে।
  • একইভাবে প্রতিদিন প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যাবে।
  • এক সপ্তাহে এই ঊর্ধ্বসীমা ২০ হাজার টাকা। পরবর্তীকালে, এই সীমা বাড়ানো হবে।
  • ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে।
  • যাঁরা ৩০ ডিসেম্বরের মধ্যে কোনও কারণে বিনিময় করতে পারবেন না, তাঁরা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের অফিস থেকে করতে পারবেন।
  • এক্ষেত্রেও বৈধ পরিচয় পত্র লাগবে, এবং একইসঙ্গে তার উপযুক্ত কারণ দেখাতে হবে কেন তাঁরা ডিসেম্বরের মধ্যে করতে পারেননি।
  • ১১ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোটে ছাড় কয়েকটি ক্ষেত্রে।
  • শুক্রবার রাত ১২ পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারে ছাড় পাওয়া যাবে সরকারি হাসপাতালে।
  • পাশাপাশি, কোনও রোগী বা তাঁর আত্মীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে ওষুধ কিনতে গেলে তাঁকে ফেরানো যাবে না।
  • সরকারি ওষুধের দোকানেও চলবে পুরনো নোট
  • আগামী ৭২ ঘণ্টা পুরনো নোট চলবে রেল, রাষ্ট্রায়ত্ব সংস্থার বিমান, ও সরকারি বাসের টিকিট কাটার ক্ষেত্রে।
  • পর্যটকরা চাইলে বিমানবন্দরেই বদল করে নিতে পারবেন ৫০০ ও ১০০০ টাকার নোট।
  • বিদেশি পর্যটকরা বৈদেশিক মুদ্রা বা পুরনো ভারতীয় টাকা এক বারে ৫০০০ টাকার বেশি বদল করতে পারবেন না
  • ১১ নভেম্বর পর্যন্ত পুরনো নোট চলবে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার পাম্প, দুধের ডিপো, শ্মশান ঘাট ও সমাধিক্ষেত্রেও।
  • রাজ্য বা কেন্দ্র সরকার পরিচালিত সমবায়ে চলবে পুরনো নোট
  • কাল ও পরশু কাজ করবে না এটিএম।
  • কাল সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট আসবে।
  • দুর্নীতি রোধ ও কালো টাকা বন্ধে এই পদক্ষেপ।
  • এখন থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট শুধু কাগজের টুকরো।