চিত্তৌরগড়:  আজ সকালে এক গাড়ি দুর্ঘটনায় জখম হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মোদী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে চিত্তৌরগড়ের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর এক আত্মীয় বসন্তভাই মোদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রাজস্থানের কোটার কাছে বারাণ জেলায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী-পত্নী। সেখান থেকে গুজরাত ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা এখনও পরিস্কার নয়।

পারসোলি থানার এসএইচও শ্যাম সিংহ জানিয়েছেন, মোদী-পত্নী যশোদাবেনের আঘাত তেমন গুরুতর নয়। এক আত্মীয়ের সঙ্গে ইনোভা করে যাচ্ছিলেন তিনি। সেসময়ই কাটুণ্ডার কাছে দুর্ঘটনাটি ঘটে।

যশোদাবেন তাঁর ভাই অশোক মোদীর সঙ্গে মেহসানা জেলার উঞ্ঝায় থাকেন। যশোদাবেনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মেহসানা থানার পুলিশ।