নয়াদিল্লি: বি আর অম্বেডকরের ৬২-তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডলে ভিডিও পোস্ট করলেন নরেন্দ্র মোদি। প্রয়াত নেতাই তাঁর সরকারের সব কা সাথ, সব কা বিকাশ মন্ত্রের অনু্প্রেরণা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রগঠনে তাঁর অবদানের জন্য গোটা দেশ তাঁর প্রতি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অম্বেডকর আইনের চোখে সমতা, সবার সমান সুযোগ, সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন। এও বলেন, তাঁর সরকার মহান দলিত নেতার ভাবাদর্শ মানুষের কাছে, বিশেষত তরুণ সমাজে ছড়িয়ে দিতে চায়। সংসদ ভবন চত্বরে এদিন এক অনুষ্ঠানে অম্বেডকরকে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, মোদি।




রাহুল গাঁধীও এদিন অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর উদ্ধৃতিই শেয়ার করে ট্যুইট করেন। লেখেন, যারা ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাস গড়তে পারে না। অম্বেডকরের মূর্তির সামনে হাতজোড় করে দাঁড়ানো অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেন কংগ্রেস সভাপতি।
১৯৬৫ সালের আজকের দিনেই জীবনাবসান হয় অম্বেডকরের। মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালিত হয়ে আসছে দিনটি।
এদিকে রেলমন্ত্রক সিদ্ধান্ত নিল, অম্বেডকরের ১২৮-তম জন্মবার্ষিকীতে সামনের এপ্রিল থেকে সামন্ত এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালাবে। ১৪ এপ্রিল প্রথম যাত্রা তার। ট্রেনটি ভারত, নেপালে বৌদ্ধধর্মের সঙ্গে জড়িত জায়গাগুলি ছুঁয়ে যাবে। ১২ দিনের সফরে ট্রেনটি তাঁর জন্মস্থান মধ্যপ্রদেশের মউ, মুম্বই, বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, নেপালের লুম্বিনির মতো জায়গাগুলিতে যাবে। সব জায়গাই বৌদ্ধধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে।