নয়াদিল্লি/ জেনেভা: সফরক্ষেত্র যখন সুইজারল্যান্ড, তখন কালো টাকা তো আলোচনায় থাকবেই। পাশাপাশি এনএসজিতে ভারতের সদস্যপদের দাবিতে সুইজারল্যান্ডের সিলমোহরও চাইবে ভারত। সোমবার ভোরেই সুইজারল্যান্ড পৌঁছেছেন পাঁচ রাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টার এই সফরে তাঁর আলোচনায় বসার কথা সুইস প্রেসিডেন্ট জোহান স্নিডার আম্মানের সঙ্গে।
পাঁচ দেশ সফর শুরু করার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ইউরোপে সুইজারল্যান্ডই ভারতের সবথেকে বড় বন্ধু। এই সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে সুইস প্রেসিডেন্টের সঙ্গে তাঁর নানা দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক বিষয়ে কথাবার্তা হবে। এছাড়া সুইজারল্যান্ডের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসে দেশে বিনিয়োগের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী। সার্নে গবেষণারত ভারতীয় বৈজ্ঞানিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি সুইস ব্যাঙ্কে জমা কালো টাকা দেশে ফেরত আনা নিয়েও দু’ দেশের কথাবার্তা হবে।
কাতার থেকে সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী, অ্যাজেন্ডায় কালো টাকা, এনএসজি সদস্যপদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 03:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -