নয়াদিল্লি: ১৯৯৭ সালের পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দাভোস সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সোম থেকে মঙ্গলবার পর্যন্ত তিনি দাভোসে থাকবেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (ডব্লুইএফ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন মোদী। তিনি ভারতের আর্থিক উন্নতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে উদারতার কথা বলবেন। ভারত যে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আহ্বান করছে, সেই বার্তাও দেবেন মোদী।
প্রধানমন্ত্রীর দাভোস সফরের বিষয়ে বিদেশমন্ত্রকের সচিব (আর্থিক সম্পর্ক) বিজয় গোখেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী দাভোসে ২৪ ঘণ্টা থাকবেন। কিন্তু তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষবার যখন ভারতের কোনও প্রধানমন্ত্রী দাভোস সফরে গিয়েছিলেন, তার তুলনায় এখন ভারতের অর্থনীতির অনেক উন্নতি হয়েছে। তাই মোদীর এই সফর গুরুত্বপূর্ণ। ডব্লুইএফ-এ ভাষণ দেওয়া ছাড়াও সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেটের সঙ্গে বৈঠক করবেন মোদী।’
শিল্প নীতি ও উন্নয়ন বিভাগের সচিব রমেশ অভিষেক বলেছেন, ‘সোমবার ভারতের ২০ জন এবং অন্যান্য দেশের ৪০ জন শিল্পপতির সঙ্গে নৈশভোজে মিলিত হবেন মোদী। এয়ারবাস, হিতাচি, বিএই সিস্টেমস, আইবিএম-এর মতো সংস্থাগুলির সিইও-রাও এই নৈশভোজে থাকবেন। মঙ্গলবার ডব্লুইএফ-এ জেনারেল মোটর্স, সেলসফোর্স, রয়্যাল ডাচ সেল, নেসলে, জেপি মর্গ্যান সংস্থার প্রধান সহ ১২০ জন শিল্পপতির সঙ্গে আলোচনায় বসবেন মোদী। আমরা ডব্লুইএফ-এর সদস্যদের সামনে ভারতের উন্নতি, সুখাদ্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথি উপস্থিত থাকবেন।’
প্রধানমন্ত্রী ছাড়াও দাভোস সফরে যাচ্ছেন অরুণ জেটলি, সুরেশ প্রভু, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গয়াল, জিতেন্দ্র সিংহ ও এম জে আকবর। সারা বিশ্বের সামনে ভারতের সংস্কারের বিষয়টি তুলে ধরাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।
আর্থিক উন্নতি, সংস্কারের বার্তা দিতে ২১ বছর পরে দাভোস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2018 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -