মুম্বই/ নয়াদিল্লি: পিএনবি কেলেঙ্কারিতে নীরব মোদীর আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আজ নীরবের প্রায় ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরমধ্যে রয়েছে পেইন্ট হাউস, খামারবাড়ি সহ হীরে ব্যবসায়ীর মোট ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তারা এই সম্পত্তি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুযায়ী বাজেয়াপ্ত করেছে। তারা জানিয়েছে, আজ বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ৮১.১৬ কোটি টাকা মূল্যের একটি পেইন্ট হাউস, যেটা তিনটে ফ্ল্যাট জুড়ে তৈরি হয়েছে। এদিকে মুম্বইয়ে ওরলিতে সমুদ্রের মুখোমুখি সমুদ্র মহল নামের একটি ফ্ল্যাটও রয়েছে, যার মূল্য ১৫.৪৫ কোটি টাকা। ২১টি স্থাবর সম্পত্তি যার মালিক নীরব মোদী এবং তাঁর সংস্থা, সেটাও অস্থায়ী ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তির বাজারমূল্য ৫২৩.৭২ কোটি টাকা। ২১টি সম্পত্তির মধ্যে রয়েছে ৬টি রেসিডেন্টিয়াল প্রপার্টি, দশটি অফিস সংক্রান্ত জমি, পুণেতে দুটি ফ্ল্যাট, একটি সোলার পাওয়ার প্ল্যান্ট, আলিবাগে ফার্মহাউস এবং আহমেদনগরের কারজাতে ১৩৫ একরের সম্পত্তি।
এর আগে যদিও এই কেলেঙ্কারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হীরে, গয়না, দামি পাথর, শেয়ার, ব্যাঙ্কে গচ্ছিত টাকা, দামি গাড়ি, ঘড়ি বাজেয়াপ্ত করেছে। কিন্তু এই প্রথম এত বিশাল অঙ্কের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।
এদিকে এই মামলায় আগামী ২৬ ফেব্রুয়ারি, নীরব মোদী সহ এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের তলবও করেছে ইডি।
পিএনবি কেলেঙ্কারিঃ নীরব মোদীর বিলাসবহুল বাংলো সহ ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2018 03:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -