নয়াদিল্লি: পিএনবিকাণ্ডে এবার আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের দুই শীর্ষ আধিকারিককে নোটিস এসএফআইও-র। আইসিআইসিআই ব্যাঙ্কের সিএমডি ছন্দা কোচার এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শিখা শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর নোটিস। ৩১টি ব্যাঙ্কের গোষ্ঠী মেহুল চোকসির সংস্থাকে ৫২৮০ কোটি টাকা ঋণ দেয়। এর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে মোটা অঙ্কের টাকা ঋণ দেওয়া হয়। এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের দুই শীর্ষ আধিকারিককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত এসএফআইও-র।
প্রসঙ্গত, আগে আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছিল, নীরব মোদীর গ্রুপের কোনও সংস্থার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। কিন্তু জানা গিয়েছে, আইসিআইসিআই অন্য ব্যাঙ্কের সঙ্গে নীরব মোদীর সংস্থাকে ওয়ার্কিং ক্যাপিটল ঋণ হিসেবে দিয়েছে। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকদের শুধু জিজ্ঞাসাবাদ করা হবে, তাঁদের প্রতারণা মামলায় অভিযুক্ত হিসেবে জেরা করা হবে না।
তবে এরমধ্যেই দিন কয়েক আগে আইসিআইসিআই ব্যাঙ্কের আরও এক উচ্চপদস্থ আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর সোমবারই মুম্বই বিমানবন্দরে গীতাঞ্জলি গ্রুপের ব্যাঙ্কিং অপারেশনের ভাইস প্রেসিডেন্ট বিপুল চিটালিয়াকে আটক করে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্যেও। তবে পিএনবি কেলেঙ্কারিতে চিটালিয়ার ভূমিকা কতটা সেব্যাপারে কিছু জানাতে চায়নি সিবিআই।
হীরে ব্যবসায়ী নীরব মোদী এবং তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে ১২, ৬৩৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তেই ছন্দা কোচার এবং শিখা শর্মাকে তলব।
পিএনবিকাণ্ড:আইসিআইসিআই-অ্যাক্সিস ব্যাঙ্কের সিএমডিকে তলব, মেহুল চোকসির সংস্থাকে ঋণ দেওয়ায় নোটিস এসএফআইও-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 01:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -