মাদুরাই: নির্যাতিতা নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ের শর্তে জামিন পেল ধর্ষণে অভিযুক্ত। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ওই অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে আদালত বলেছে, আগামী বছরের ১০ অক্টোবরের মধ্যে ওই নির্যাতিতাকে বিয়ে করতে হবে এবং বিযের শংসাপত্র আদালতে জমা দিতে হবে। এর অন্যথা হলে পসকো আইনে অভিযুক্তকে ফের গ্রেফতার করবে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১৭ বছর বয়সি ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা করে পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্ত আদালতে জানায়, ওই কিশোরীর বয়স ১৮ বছর হলে তিনি তাকে বিয়ে করবেন। বিয়ের শর্তে জামিন পায় ওই ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, নির্যাতিতা এবং অভিযুক্ত পরস্পরকে ’ভালবাসে‘ জানার পরেই জামিন মঞ্জুর করে আদালত।
সাবালিকা হলে নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি, জামিন পকসো আইনে অভিযুক্তের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2020 02:09 PM (IST)
নির্যাতিতা নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ের শর্তে জামিন পেল ধর্ষণে অভিযুক্ত। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ওই অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে আদালত বলেছে, আগামী বছরের ১০ অক্টোবরের মধ্যে ওই নির্যাতিতাকে বিয়ে করতে হবে এবং বিযের শংসাপত্র আদালতে জমা দিতে হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -