লখনউ: ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপতি সহ তিনজন।
মঙ্গলবার, তাঁদের জামিন দেয় পকসো আদালত। এদিন গায়ত্রী প্রজাপতি, বিকাশ শর্মা ও অমরেন্দ্র সিংহ ওরফে মিন্টুকে জামিন দেন বিচারক ওমপ্রকাশ মিশ্র। জামিনের জন্য প্রজাপতিকে ১ লক্ষ টাকা করে দুটি সিওরটি এবং সমপরিমাণের ব্যক্তিগত বন্ড জমা করার নির্দেশ দেয় আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ ফেব্রুয়ারি প্রজাপতি সহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় এফআইআর দায়ের করা হয়। সেই সময় অখিলেশ যাদব নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারে মন্ত্রী ছিলেন প্রজাপতি।
একমাস ধরে ফেরার থাকার পর, অবশেষে গত ১৫ মার্চ আশিয়ানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রজাপতির বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে এক মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল, ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই বিরোধীরা তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। জামিনের জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত তাঁকে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেয়।