নয়ডা: মহাত্মা গাঁধীর মৃত্যুদিবসে তাঁর কুশপুতুলে গুলি চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে হিন্দু মহাসভার নেত্রী পূজা শকুন পাণ্ডেকে নয়ডা থেকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যেই এদের মধ্যে ৭ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
আলিগড়ের নৌরঙ্গাবাদে মহাত্মা গাঁধীর ৭১তম মৃত্যুদিবসে দিনটিকে “শৌর্য দিবস” হিসাবে পালন করার আহ্বান জানিয়েছিল হিন্দু মহাসভা। সেখানে গাঁধীর কুশপুতুলে গুলি ছুঁড়ে তাঁর বিরুদ্ধে ও তাঁর ঘাতক নাথুরাম গডসের সমর্থনে স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।
রাজ্যের কংগ্রেস নেতা জি এ মীরের নেতৃত্বে মঙ্গলবার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলীয় কর্মীরা। ঘটনার পিছনে হিন্দু মহাসভাকে আক্রমণের পাশাপাশি স্লোগান দেন, বাপুর অপমান হিন্দুস্থান সহ্য করবে না, বাপু অমর রহে।
গাঁধীর কুশপুতুলে গুলি, গ্রেফতার হিন্দু মহাসভার নেত্রী সহ ৭
Web Deask, ABP Ananda
Updated at:
06 Feb 2019 02:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -