LIVE UPDATES: পাকিস্তানের ৭ উদ্বাস্তু হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত, সার্টিফিকেট তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আজও বিক্ষোভ অব্যাহত। গতকাল উত্তাল ছিল দিল্লি। অশান্তির আশঙ্কায় আজ জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত চন্দ্রশেখর আজাদের ভীম আর্মির পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি না থাকা সত্ত্বেও জামা মসজিদ চত্বরে বিক্ষোভকারদের সমাবেশ। চন্দ্রশেখর আজাদও সেখানে পৌঁছন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Dec 2019 09:33 PM
নাগরিক আইন নিয়ে গণভোটের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ কোনও সংস্থার তত্ত্বাবধানে সেই গণভোটের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই মন্তব্যের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কি ভারতীয় সংবিধানের ওপর কোনও আস্থা নেই? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।



কেরল: জাতীয় জনসংখ্যা নিবন্ধনের সমস্ত কাজ স্থগিত রাখল কেরলের বাম সরকার।
কেরল: জাতীয় জনসংখ্যা নিবন্ধনের সমস্ত কাজ স্থগিত রাখল কেরলের বাম সরকার।
গুজরাট: পাকিস্তানের ৭ সংখ্যালঘু উদ্বাস্তুকে নাগরিক দিল ভারত সরকার। শুক্রবার গুজরাটের কচ্ছে পাকিস্তান থেকে আগত ৭ জন হিন্দু উদ্বাস্তুর হাতে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া।
মধ্যপ্রদেশে জায়গায় জায়গায় কার্ফু। জবলপুরের গোহালপুর, হনুমন্তল থানা এলাকা সহ কোতওয়ালি থানা এবং অধরতল থানা সংলগ্ন এলাকায় কার্ফু জারি করেছে প্রশাসন।
ভারত যতটা হিন্দুর ঠিক ততটাই মুসলিমেরও: রবি শঙ্কর প্রসাদ
ভারত যতটা হিন্দুর ঠিক ততটাই মুসলিমেরও: রবি শঙ্কর প্রসাদ
নাগরিক আইনের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। জায়গায় জায়গায় প্রতিবাদ পরিণত হয় সংঘর্ষে। সেই সংঘর্ষে মৃত্যু হয় ৫ জনের। ৫ জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এদিন সংবাদসংস্থাকে ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে উত্তরপ্রদেশের অতিরিক্ত সচিব অবণীশ কুমার।
নাগরিক আইনের প্রতিবাদে ফের একবার সরব হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি বলেন, “নাগরিকের কণ্ঠরোধ করার জন্য পশুর মতো আচরণ করা হচ্ছে। দেশের মানুষকে চরম অসম্মান করেছে বিজেপি। ”

প্রতিবাদ পরিণত হল চরম বিক্ষোভে। দিল্লি গেটের সামনে পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালাল পুলিশ। পাল্টা গাড়ি জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের।
পরিস্থিতি উত্তপ্ত, বাধ্য হয়েই উত্তরপ্রদেশের ৪৫টি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজধানী লখনউ তো বটেই কানপুর, এলাহাবাদ, আগ্রা, আলিগড়, গাজিয়াবাদ, বারাণসী, মথুরা, মিরুত, মোরাদাবাদ, মুজাফ্ফরনগর, বরেলি, ফিরোজাবাদ, আজমগড়, সুলতানপুর সহ একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত, বাধ্য হয়েই উত্তরপ্রদেশের ৪৫টি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজধানী লখনউ তো বটেই কানপুর, এলাহাবাদ, আগ্রা, আলিগড়, গাজিয়াবাদ, বারাণসী, মথুরা, মিরুত, মোরাদাবাদ, মুজাফ্ফরনগর, বরেলি, ফিরোজাবাদ, আজমগড়, সুলতানপুর সহ একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নাগরিক আইনের প্রতিবাদে সামিল আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, রাজ্যের শান্তি, শৃঙ্খলা বজায় রাখেন। কারো অধিকার ছিনিয়ে নেওয়া হবে না। কেউ তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন না।
মহারাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নাগরিক আইনের প্রতিবাদে সামিল আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, রাজ্যের শান্তি, শৃঙ্খলা বজায় রাখেন। কারো অধিকার ছিনিয়ে নেওয়া হবে না। কেউ তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন না।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ কর্মীদের গোলাপ ফুল উপহার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।
লখনউয়ের পর কানপুরে বিক্ষোভকারীদের উপর গুলি, আহত ৮।গুলিবিদ্ধ ৮ বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক।
পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না করার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই আইনের রূপায়ণ কেন্দ্রের আওতাভূক্ত। এর রূপায়ণের সঙ্গে কারা যুক্ত থাকবে, তা আমরা চূড়ান্ত করছি। এটি হবে ডিজিটাল ও সহজ প্রক্রিয়া, যাতে মানুষ কোনও সমস্যার মুখে না পড়েন।
অন্যদিকে, দেশজুড়ে নাগরিকপঞ্জী (এনআরসি) চালু বা রূপায়ণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এ বিষয়ে এখনই কিছু বলার সময় আসেনি।
এদিকে, এক আধিকারিক বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন, তাঁরা কোনও প্রস্তাব দিলে সরকার তা গ্রহণ করতে প্রস্তুত।
সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ মহারাষ্ট্রের পুনেতে বিক্ষোভ
জামা মসজিদ, চৌরিবাজার, লাল কেল্লায় বন্ধ মেট্রো, মসজিদের ভিতরে বিক্ষোভ, অমেঠি, লখনউ, সম্ভল সহ ২০ জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট

উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পাওয়া গিয়েছে। বিজনোর এলাকায় প্রতিবাদের সময় বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।
সম্ভলের চান্দৌসি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি ছোঁড়ে বলে খবর।

গোরখপুরেও পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার খবর পাওয়া গিয়েছে। এর আগে গোরখপুরে কোনওরকম প্রতিবাদ সমাবেশের অনুমতি না দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়।
ফিরোজাবাদেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশ পরে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাপুর, বাহরাইচ, লখনউ, বুলন্দশহর এবং গাজিয়াবাদেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওযা গিয়েছে।
নাগরিক আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে অশান্ত গোরখপুর। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ।
তেলঙ্গানার হায়দরাবাদে চারমিনারের সামনে বিক্ষোভ।
অশান্তির আশঙ্কায় দিল্লিতে ফের বন্ধ ৩ মেট্রো স্টেশন। জামা মসজিদ, চৌরিবাজার, লাল কেল্লা স্টেশন বন্ধ

প্রেক্ষাপট

নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আজও বিক্ষোভ অব্যাহত। গতকাল উত্তাল ছিল দিল্লি। অশান্তির আশঙ্কায় আজ জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত চন্দ্রশেখর আজাদের ভীম আর্মির পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি না থাকা সত্ত্বেও জামা মসজিদ চত্বরে বিক্ষোভকারীদের সমাবেশ। চন্দ্রশেখর আজাদও সেখানে পৌঁছন। তাঁকে আটক করে পুলিশ।





নাগরিক আইনের বিরুদ্ধে এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ মহিলা কংগ্রেসের।

পুলিশ আটক করে দিল্লির মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীদের।





এদিকে, সতর্কতা হিসেবে উত্তরপ্রদেশের লখনউ, পিলিভিট, মোরাদাবাদ, সম্ভল সহ ২০টি জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। সম্ভলে সমাজবাদী পার্টির সাংসদ সফিকুর রহমান বর্ক ও জেলা সভাপতি ফিরোজ খান সহ কয়েকজনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রুজু হয়েছে। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। মধ্যপ্রদেশের ৪৩টি জেলায় ১৪৪ ধারা জারি। গুজরাতের আমদাবাদে শাহ আলম অঞ্চলে হিংসাত্মক ঘটনায় ৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন কংগ্রেসের কাউন্সিলর বেশ কয়েকজন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.