শ্রীনগর: পুলওয়ামায় নৃশংস হামলার মাথা হিসাবে আদিল আহমেদ নামে এক সন্ত্রাসবাদীকে চিহ্নিত করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ইতিমধ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়া বাসে হামলার দায় নিয়েছে। তারা আইইডি বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে জওয়ানদের বাসে ধাক্কা মেরেছে। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তারা জানিয়েছে, এটি আত্মঘাতী অর্থাত্ ফিঁদায়ে হামলা।
পুলিশ জানিয়েছে, আদিল পুলওয়ামার কাকপোরার ছেলে। সে ২০১৮-য় জয়েশে যোগ দেয়।
বিস্ফোরণে লাফিযে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাসটি বিস্ফোরণের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায়, পড়ে থাকে লোহালক্কড়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে হতভাগ্য জওয়ানদের দেহাংশ।