শ্রীনগর: পুলওয়ামায় নৃশংস হামলার মাথা হিসাবে আদিল আহমেদ নামে এক সন্ত্রাসবাদীকে চিহ্নিত করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ইতিমধ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়া বাসে হামলার দায় নিয়েছে। তারা আইইডি বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে জওয়ানদের বাসে ধাক্কা মেরেছে। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তারা জানিয়েছে, এটি আত্মঘাতী অর্থাত্ ফিঁদায়ে হামলা।
পুলিশ জানিয়েছে, আদিল পুলওয়ামার কাকপোরার ছেলে। সে ২০১৮-য় জয়েশে যোগ দেয়।
বিস্ফোরণে লাফিযে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাসটি বিস্ফোরণের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায়, পড়ে থাকে লোহালক্কড়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে হতভাগ্য জওয়ানদের দেহাংশ।
সিআরপিএফ জওয়ানদের বাসে নাশকতার মাথা শনাক্ত, জঙ্গি আদিল আহমেদ গত বছর যোগ দেয় জয়েশে, জানাল পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Feb 2019 05:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -