নয়াদিল্লি: ‘বিশ্বাসযোগ্যতার অভাব’-এর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশের রাজনীতিবিদদের। এর কারণ, দেশবাসীর ধারণা, তাঁদের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তী রাজনাথ সিংহ।
এদিন বণিকমহল ফিকি-র আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ জানান, জনমানসে একটা প্রচলিত তত্ত্ব রয়েছে যে, মিথ্যে কথা না বললে কোনও রাজনীতিবিদ সফল হতে পারবেন না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রাজনৈতিক ময়দানের সঙ্গে যুক্ত। আমি জানি, এখানে রাজনীতিবিদদের বিশ্বাসযোগ্যতার একটা অভাব রয়েছে। এটা সাধারণ ধারনা রয়েছে যে, রাজনীতিবিদদের কথা ও কাজের মধ্যে ফারাক বিস্তর।
রাজনাথ জানান, লোকসভায় তিনি লখনউ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তাঁর দাবি, ভোটপ্রচারে গিয়ে তিনি কখনই প্রতিশ্রুতি দেন না। ভোটারদের কেবল আশ্বাস দেন, মানুষের চাহিদা মতো কাজ করার চেষ্টা করবেন।
তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জেনেশুনে মিথ্যে বলব না আমি। আমি শুধু মানুষকে বলি, আপনাদের আশীর্বাদ থাকলে আমি (চাহিদামতো) কাজ করার চেষ্টা করব।
অনুষ্ঠান ছিল মহিলা উদ্যোগপতিদের। ফলে, নিজের বক্তৃতায় মহিলাদের সংরক্ষণের প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ। বলেন, বিজেপি হল প্রথম দল যারা গ্রাম থেকে জাতীয়—সংগঠনের সর্বস্তরে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে দলীয় সংবিধানকে সংশোধন করেছে।
রাজনাথ মনে করিয়ে দেন, তিনি প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে ৩৩ শতাংশ করতে। একইসঙ্গে, আধা-সামরিক বাহিনীতেও একই নির্দেশ দিয়েছেন।