নির্বাচনী প্রতিশ্রুতি খেলাপের দায় নিতে হবে রাজনৈতিক দলগুলিকে, বললেন প্রধান বিচারপতি
ABP Ananda, web desk | 09 Apr 2017 11:00 AM (IST)
নয়াদিল্লি: ভোটের আগে রাজনৈতিক দলগুলির মুখে থাকে প্রতিশ্রুতির ফুলঝুরি। কিন্তু ভোট ফুরোলে সেই সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে যায়। বেশিরভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ থেকে যায়। বিভিন্ন দলের নির্বাচনী ইস্তেহারগুলি শুধুমাত্র কাগজের টুকরো হয়ে পড়ে। এভাবে প্রতিশ্রুতির খেলাপ করলে তার দায় রাজনৈতিক দলগুলিকে নিতে হবে বলে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি জে এস খেহর। ‘ইকনমিক রিফর্মস উইথ রেফারেন্স টু ইলেকটোরাল ইস্যু’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান বিচারপতি বলেছেন, আজকাল তো ইস্তেহার কাগজের টুকরো হয়ে গিয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলিকে দায় নিতে হবে। আলোচনা সভায় ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। প্রধান বিচারপতি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করার ব্যাপারে রাজনৈতিক দলগুলি নিজেদের সদস্যদের সঙ্গে সহমত না হওয়ার মতো অজুহাত দেয়। খেহর আরও বলেন, সাধারণ মানুষ কিছুদিনের মধ্যেই ওইসব প্রতিশ্রুতির কথা ভুলে যান। কিন্তু প্রতিশ্রুতি না পূরণের দায় রাজনৈতিক দলগুলি ঝেড়ে ফেলতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি ২০১৪-র সাধারণ নির্বাচনের সময় বিভিন্ন দলের ইস্তেহারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওই সব ইস্তেহারে নির্বাচনী সংস্কার ও সমাজের প্রান্তিক শ্রেণীর আর্থ-সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার সাংবিধানিক লক্ষ্যপূরণের মধ্যে কোনও যোগসূত্র ছিল না।