নয়াদিল্লি: রাজধানীকে দীপাবলিতে দূষণহীন করতে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটল রিজিয়নে বাজি পুড়ল যথেচ্ছ। দূষণের চাদরে ঢাকল রাজধানী।
দীপাবলিতে দিল্লির বাতাস দূষিত হওয়াক পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী গতবারের চেয়ে আদৌ কমেনি। বরং তা পৌঁছে যায় বিপজ্জনক স্তরেই। এ ক্ষেত্রে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞার প্রভাবই পড়েনি।
দিল্লি ও এনসিআর অঞ্চলে দীপাবলির পর বেশিরভাগ জায়গায় বায়ু গুণমাণ সূচক (একিউআই) ৪০০ ওপরে পৌঁছয়। ৪০০-র ওপরে একিউআই সূচককে গুরুতর বলা হয়।
দিল্লির পঞ্জাব বাগ ও আনন্দ বিহার এলাকায় এই সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। শুক্রবার সকালে একিউআই ছিল ৯৯৯। আরকে পুরম এলাকায় এই সূচক ছিল ৯৭৮। শুধুমাত্র পূর্ব দিল্লির দিলশাদ এলাকায় একিউআই ছিল সবচেয়ে কম-২২১।
দিল্লির তুলনায় এনসিআর অঞ্চলে দূষণের মাত্রা অনেকটাই কম। সেখানে একিউআই ঘোরাফেরা করছে ৪০০-৪২০-র মধ্যে।
এর আগে দিল্লি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) দাবি করেছিল যে, ২০১৬-র দীপাবলির সময়ের তুলনায় এবার রাজধানী দূষণের পরিমাণ কম।
নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার পুড়ল বাজি, দূষণের চাদরে ঢাকল দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2017 10:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -