উত্তর প্রদেশের বলরামপুরে এক জন সমাবেশে রাজভড় বলেন, শুধু মদ আর মুর্গির বিনিময়েই ভোট দেন গরিবরা। আবার ভোটে জেতার পর রাজনৈতিক দলগুলো গরিবদের ওই মুর্গি হিসেবেই গণ্য করে। তাঁর কথায়, মদ-মুর্গির বিনিময়ে গরিবদের ভোট পাওয়ার গ্যারান্টি ১০০ শতাংশ। এই ভোটেই রাজনৈতিক দলেরা ভোটে জেতে, দিল্লি-লখনউয়ে সরকার গড়ে। তারপর তারা পরের ৫ বছর গরিবদের মুর্গি হিসেবেই দেখে।
রাজভড় হলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি, উত্তর প্রদেশে এই দলটি বিজেপির শরিক।
গত মাসে এই মন্ত্রী তাঁর রাজভড় সম্প্রদায় সম্পর্কে অভিযোগ করেন, মদ খেয়ে পয়সা ওড়ান তাঁরা। তিনি বলেন, শাসক দল বিজেপি এক মাসে মদের পিছনে যত খরচ করে, ততটাই করেন তাঁর সম্প্রদায়ের লোকেরা।