নয়াদিল্লি: নোট বাতিলের ফলে দেশে হিংসা-কবলিত অঞ্চলের সার্বিক পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করল কেন্দ্র।


বুধবার, রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির জানান, যেহেতু অবৈধ ও জালনোট ছিল সন্ত্রাস কার্যকলাপের অর্থ জোগানের একটা বড় মাধ্যম, তাই পুরনো নোট বাতিল করার ফলে, জঙ্গি নেটওয়ার্ক বড় ধাক্কা খেয়েছে। কারণ, জঙ্গিদের কাছে যা নগদ ছিল, তা এক রাতেই অচল হয়ে পড়ে।


তিনি জানান, ভারতে নোট বাতিলের সিদ্ধান্তের ফলে, পাকিস্তানে অবস্থিত জালনোট তৈরির ছাপাখানা রাতারাতি বন্ধ হয়ে যায়। একইসঙ্গে, হাওয়ালা কারবারিদের প্রভাবও বহু অংশে কমে যায়। আহির বলেন, গোয়েন্দা রিপোর্ট বলছে, নোট বাতিলের ফলে দেশে যে সব জায়গায় হিংসা লেগেই থাকত, সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।


এই প্রসঙ্গে, আহির মনে করিয়ে দেন, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে হিংসা অনেকটাই কমেছে। আহির জানান, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের পেছনে মূল অর্থ আসত পাকিস্তানে তৈরি জাল ভারতীয় নোটের থেকে। ফলে, এদেশে জালনোট ছড়িয়ে যেমন একদিকে ভারতের অর্থনীতিকে ভাঙার চেষ্টা চলত, তেমনই জঙ্গি কার্যকলাপের বিভিন্ন খরচ মেটাতে এই নোট ব্যবহার করত জঙ্গিরা।


এমনকী, ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ব্যবহার করতে এই জালনোটের সাহায্য নিত জঙ্গিরা। অর্থের প্রলোভন দিয়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের উস্কানি দেওয়া হত। সেখানে ব্যবহার করা হত পুরনো ৫০০ ও ১০০০ টাকার জালনোট।


আহির জানান, নোট বাতিলের ফলে বর্তমানে পাথর ছোঁড়ার মতো ঘটনার ওপর অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে। তিনি যোগ করেন, নোট বাতিলের ফলে, জঙ্গি কার্যকলাপের পাশাপাশি মাওবাদী কার্যকলাপও অনেকটাই কমেছে। কারণ, অর্থের জোগানে টান পড়ায় তারা এখন আগের তুলনায় অনেকটাই নিষ্প্রভ।