নয়াদিল্লি: নোট বাতিলের ফলে বিচ্ছিন্নতাবাদী ও মাওবাদীরা তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে বলে দাবি করলেন অরুণ জেটলি।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরে পাথর-বৃষ্টি ও বিক্ষোভকারীদের বাড়বাড়ন্তে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে। তিনি বলেন, আগে, কয়েক হাজার বিক্ষোভকারী পাথর ছোঁড়ার জন্য রাস্তায় জড়ো হত। এখন সেখানে ২৫ জনকেও দেখা যায় না।


শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জেটলি। সেখানে মন্ত্রী আরও বলেন, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নাতাবাদীদের মতোই অবস্থা হয়েছে ছত্তিশগড়ের মাওবাদীদের। তাদের তহবিল প্রায় নিঃশেষিত।


কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, আগে উচ্চমূল্যের নোট অর্থনীতির বাইরে চলত। কিন্তু, ২০১৬ সালের নভেম্বরের পর থেকে তা ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে চলে এসেছে।


এদিন ‘নিউ ইন্ডিয়া’ নিয়ে কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কে কিছুটা আভাস দেন জেটলি। বলেন, আমরা প্রতিরক্ষা, গ্রামোন্নয়ণ এবং পরিকাঠামোর ওপর জোর দিতে চাইছি।


গোরক্ষপুরের সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাকে উল্লেখ করে তিনি যোগ করেন, এধরনের লজ্জাজনক ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিশ্বমানের সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।


জেটলি জানান, সাত থেকে সাড়ে সাত শতাংশ জিডিপি বৃদ্ধির হার নিয়ে সন্তুষ্ট ন মোদী সরকার। এই হার আরও বাড়াতে দেশের স্বার্থে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত কেন্দ্র।