নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের দামের উপর ফের সরকারি নিয়ন্ত্রণ আনার সম্ভাবনা খারিজ করে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে একইসঙ্গে তাঁর দাবি, পেট্রোল ও ডিজেলের দাম যাতে সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যেই থাকে, সেই ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।


আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, ‘পেট্রোপণ্যের ভৌগলিক রাজনীতি, বিনিময় হারের তারতম্য এবং স্থানীয় করের জন্যই পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সব সমস্যার মোকাবিলা করব। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। পেট্রোপণ্যের দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, সেটা নিশ্চিত করার জন্য সবরকম চেষ্টা করবে।’

ধর্মেন্দ্র আরও বলেছেন, ‘এই সরকার সংস্কারের পক্ষে। আমরা যে সংস্কারের পথে হেঁটেছি, সেখান থেকে পিছু হটার কোনও প্রশ্নই নেই। তাই পেট্রোপণ্যের দাম ফের সরকারি নিয়ন্ত্রণে আনা হবে না।’

ইউপিএ আমলে পেট্রোপণ্যের সর্বোচ্চ দাম ছিল ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর। সেদিন পেট্রোলের দাম পৌঁছেছিল লিটারপ্রতি ৭৬.০৬ টাকায়। ইউপিএ আমলে ডিজেলের সর্বোচ্চ দাম ছিল ২০১৪ সালের ১৩ মে লিটারপ্রতি ৫৬.৭১ টাকা। বর্তমান সরকারের আমলে পেট্রোলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ হয়েছে ৭৮.৪৩ টাকা এবং ডিজেল লিটারপ্রতি সর্বোচ্চ হয়েছে ৬৯.৩১ টাকা। সেই দাম এখন কিছুটা কমেছে। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সরকার পেট্রোপণ্যের উপর থেকে অন্ত:শুল্ক তুলে নেবে কি না, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।