নয়াদিল্লি: প্রদ্যুম্ন ঠাকুর হত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাত বছরের নিহত পড়ুয়ার বাবা বরুণ ও মা জ্যোতি ঠাকুর ছেলের হত্যারহস্য উন্মোচনে সিবিআই তদন্তই চেয়েছিলেন। এদিন তাঁদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

৮ সেপ্টেম্বর সকালে গুরুগ্রামের এই নামী স্কুলের ওয়াশরুমে উদ্ধার হয় প্রদ্যুম্নর গলাকাটা দেহ। ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে সেদিনই গ্রেফতার করা হয় প্রদ্যুম্নর স্কুলবাসের কন্ডাক্টর অশোক কুমারকে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেদিন বাচ্চাটিকে শৌচাগারে ছুরি হামলার প্রায় ৩৩ মিনিট বাদে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী এদিন প্রদ্যুম্নর হত্যাকাণ্ডকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন। বলেন, আজ পরিবারটির সঙ্গে দেখা করলাম। ওঁরা ও আরও অনেকে সিবিআই তদন্তের দাবি করেছেন। হরিয়ানা পুলিশ সঠিক ভাবেই এ ঘটনার তদন্ত করছিল। তা সত্ত্বেও দাবি মেনে মামলার তদন্ত ভার সিবিআইকে দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করতে সিবিআইকে অনুরোধ করছি।
পাশাপাশি রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনার দায়িত্ব তিন মাসের জন্য হাতে নিচ্ছে হরিয়ানা সরকার। গুরগ্রামের ডেপুটি কমিশনার স্কুলের দেখভাল করবেন, স্কুলে নিয়মকানুন সঠিক রাস্তায় ফেরাবেন।

প্রদ্যুম্নর বাবার দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না, এটা সুনিশ্চিত করতে হবে সব স্কুল কর্তৃপক্ষকে। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান তিনি।