তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে সোমবার একটি টুইট করে বলেন, এটা ঠিক আমাদের পূর্বপুরুষরা মানুষকে বাঁদরে পরিণত হতে কখনওই দেখেননি! কিন্তু কেউ কি অস্বীকার করতে পারেন, আমরা চোখের সামনে দেখেছি মানুষ আস্তে আস্তে বাঁদরে রূপান্তরিত হচ্ছে। শুধু তাই নয়, আমরা ধীরে ধীরে স্টোন এজ বা প্রস্তর যুগের দিকে এগোচ্ছি।
প্রসঙ্গত, রবিবার সত্যপালের ডারউইনের তত্ত্ব নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে যখন সমালোচনায় সরব বৈজ্ঞানিক থেকে আমজনতা, তখনও নিজের বক্তব্যে অনড় থেকেছেন সত্যপাল। রবিবার তিনি আরও বলেন, তাঁর মনে হয় না তিনি কোনও ভুল বলেছেন। কারণ তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, এবং তাঁর মন্তব্য একদম সঠিক। একথা বলতে গিয়ে তিনি বলেন, আমি কলা বিভাগে পড়াশোনা করিনি, আমি রসায়নে পিএইচডি করেছি। তাঁর দাবি, এটা একেবারেই অবৈজ্ঞানিক একটি তত্ত্ব এবং স্কুল-কলেজের পাঠ্যবই থেকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত।
আইপিএস থেকে রাজনীতিতে এসেছেন সত্যপাল। শনিবার মধ্য মহারাষ্ট্রের এক শহরে সারা ভারত বৈদিক সম্মেলনে অংশ নিতে গিয়ে একথা বলেন মন্ত্রী।