নয়াদিল্লি:  জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা প্রকাশ রাজ মোদী সরকারকে আগেও একাধিকবার তুলোধনা করেছেন তাঁর বিভিন্ন চাঁচাছোলা মন্তব্যের মাধ্যমে। মাত্র ৪৮ ঘণ্টা আগেই মোদী মন্ত্রিসভার জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহ মন্তব্য করেন ডারউইনের তত্ত্ব ভুল ছিল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহ। তাঁর কারণ হিসেবে মন্ত্রী বলেন, কেউ কি কখনও মানুষকে বাঁদর থেকে রূপান্তরিত হতে দেখেছেন? এবার সেই প্রসঙ্গের উল্লেখ করেই পাল্টা কটাক্ষের সুর জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার।





তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে সোমবার একটি টুইট করে বলেন, এটা ঠিক আমাদের পূর্বপুরুষরা মানুষকে বাঁদরে পরিণত হতে কখনওই দেখেননি! কিন্তু কেউ কি অস্বীকার করতে পারেন, আমরা চোখের সামনে দেখেছি মানুষ আস্তে আস্তে বাঁদরে রূপান্তরিত হচ্ছে। শুধু তাই নয়, আমরা ধীরে ধীরে স্টোন এজ বা প্রস্তর যুগের দিকে এগোচ্ছি।

প্রসঙ্গত, রবিবার সত্যপালের ডারউইনের তত্ত্ব নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে যখন সমালোচনায় সরব বৈজ্ঞানিক থেকে আমজনতা, তখনও নিজের বক্তব্যে অনড় থেকেছেন সত্যপাল। রবিবার তিনি আরও বলেন, তাঁর মনে হয় না তিনি কোনও ভুল বলেছেন। কারণ তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, এবং তাঁর মন্তব্য একদম সঠিক। একথা বলতে গিয়ে তিনি বলেন, আমি কলা বিভাগে পড়াশোনা করিনি, আমি রসায়নে পিএইচডি করেছি। তাঁর দাবি, এটা একেবারেই অবৈজ্ঞানিক একটি তত্ত্ব এবং স্কুল-কলেজের পাঠ্যবই থেকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত।

আইপিএস থেকে রাজনীতিতে এসেছেন সত্যপাল। শনিবার মধ্য মহারাষ্ট্রের এক শহরে সারা ভারত বৈদিক সম্মেলনে অংশ নিতে গিয়ে একথা বলেন মন্ত্রী।