হরিদ্বার: হরিদ্বারের গায়ত্রী পরিবারের প্রধান প্রণব পান্ড্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে তীব্র আক্রমণ করলেন। তিনি বললেন, রাহুল গাঁধীর মুখটাই তাঁর পছন্দ নয়। যদি রাহুল দেখা করতে আসেন তাহলে অন্যান্যদের মতো লাইনে দাঁড়িয়েই আসতে হবে।
উল্লেখ্য, প্রণব পান্ড্যর সঙ্গে গত ২৪ জুন সম্পর্ক ফর সমর্থন অভিযানে বিজেপি সভাপতি অমিত শাহ দেখা করেন।
প্রণব পান্ড্য বলেছেন, 'কোনও নির্বাচন সংক্রান্ত সহযোগিতার ব্যাপারে আমি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে কোনও কথা বলব না ।আমার সঙ্গে রাহুল গাঁধী যদি দেখা করতে চান, তাহলে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়েই দেখা করতে হবে'।
কংগ্রেস সভাপতিকে ভিভিআইপি হিসেবে সমাদর করা হবে না বলেও মন্তব্য করেছেন প্রণব পান্ড্য।
রাহুল সম্পর্কে তাঁর এ ধরনের মনোভাব কেন, এই প্রশ্নের জবাবে প্রণব পান্ড্য বলেছেন, 'আমার ওর মুখটাই পছন্দ হয় না'।
একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপি সম্পর্কে তাঁর কোনও অসন্তোষই নেই। প্রণব পান্ড্য আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও দেখা করেছেন।
গায়ত্রী পরিবারের ভক্তসংখ্যা প্রচুর। আর এই ভক্তসংখ্যার কারণেই গায়ত্রী পরিবারে রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। গায়ত্রী পরিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, ১৯৭৮-এ হরিদ্বারের শান্তিকুঞ্জের আচার্য শ্রীরাম শর্মার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রণব পান্ড্যর। শ্রীরাম শর্মার মেয়েকে বিয়ে করেন এমডি ডিগ্রিধারী প্রণব পান্ড্য। এরপর থেকেই আধ্যাত্মিক সংস্থার গায়ত্রী পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ১৯৯০-এ শ্রীরাম শর্মার প্রয়াণের পর তিনি গায়ত্রী পরিবারের প্রধান নির্বাচিত হন।