নয়াদিল্লি: ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য রাজনৈতিক বিশ্লেষক কনসালটেন্সিকে সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর মনোভাব প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফেসবুকের মতো সোস্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম অবাঞ্ছিত পদ্ধতিতে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফেসবুকের দিকে সন্দেহের নজর পড়েছে মার্কিন গোয়েন্দাদের। মার্ক জুকেরবাগের দুনিয়াব্যাপী জনপ্রিয় সোস্যাল সাইটের বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, তারা কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি রাজনৈতিক বিশ্লেষক কনসালটেন্সিকে অসংখ্য ব্যবহারকারী সম্পর্কে তথ্য পাচার করেছে। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোটার সমীক্ষায় ফেসবুকের দেওয়া ওইসব তথ্য কাজে লাগায় কেমব্রিজ অ্যানালিটিকা। এই প্রেক্ষাপটে ফেসবুক ২০১১ সালের একটি সম্মতিসূচক ডিক্রি বা নির্দেশ লঙ্ঘন করেছে কিনা, তা খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন ফেডেরাল ট্রেড কমিশন। বিভিন্ন কোম্পানি নিজেদের গোপনীয়তা সংক্রান্ত পলিসি মেনে চলছে, এটা সুনিশ্চিত করার দায়িত্ব এই নিরপেক্ষ সরকারি সংস্থার।
কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেসের যোগ আছে বলে রবিশঙ্করের অভিযোগ। তিনি বলেন, কংগ্রেসের কাছে জানতে চাই, কংগ্রেস কি ভোটে জিততে তথ্য বিকৃতি, ও চুরির আশ্রয় নেবে?রাহুল গাঁধীর সোস্যাল মিডিয়া প্রোফাইলে কেমব্রিজ অ্যানালিটিকার কী ভূমিকা? রবিশঙ্করের দাবি, ঘুষ দেওয়া, রাজনীতিকদের ফাঁদে ফেলতে যৌনকর্মীদের কাজে লাগানো, ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগ রয়েছে যে কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে, তাদেরই ২০১৯-এর ভোটপ্রচারের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। মিডিয়ার একাংশে তারা এও বলেছে, এবার তাদের ব্রহ্মাস্ত্র হতে চলেচে ওই সংস্থা।