অনলাইনে আধার নম্বর শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলবম্বন করুন, পরামর্শ ইউআইডিএআই-এর
Web Desk, ABP Ananda | 17 Mar 2018 09:07 PM (IST)
নয়াদিল্লি: ইন্টারনেটে আধার নম্বরের মতো গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে মানুষকে সাবধান হওয়ার পরামর্শ দিল আধার প্রস্তুতকারী সংস্থা ইউআইডিএআই। আজ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানুষ বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ইন্টারনেটে আধার নম্বর সহ ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। এক্ষেত্রে তাঁদের সাবধানতা অবলম্বন করা উচিত।’ একাধিকবার ইন্টারনেটে আধার সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। গুগলে সার্চ করলেই আধারের তথ্য পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও ইউআইডিএআই এই অভিযোগ মানতে নারাজ। দাবি করা হয়েছে, ইন্টারনেটে যে আধার কার্ডগুলির ছবি দেখা যাচ্ছে, সেগুলির কোনওটিই ইউআইডিএআই-এর তথ্যভাণ্ডার থেকে নেওয়া হয়নি। আধার তথ্য ফাঁস হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটা ঠিক নয়। ইউআইডিএআই-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অন্য যে কোনও পরিচয়পত্রের মতোই আধারও গোপন নয়। কারও আধার নম্বর জানতে পারলেই নিজেকে সেই ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া সহজ নয়। কারণ, বায়োমেট্রিক পরিচয় প্রমাণ করতে হবে। কেউ যদি অন্যের আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ছবির মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেন, তাহলে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা যেতে পারে।