ডিন্ডোরি:  সপ্তাহখানেক আগে দিল্লির এক হাসপাতালে জীবিত সন্তানকে মৃত বলে প্যাকেটে ভরে দেওয়ার জন্যে গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এবার মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার এক হাসপাতালে ফের চিকিত্সকদের গাফিলতির জেরে হয়রানির শিকার হতে হল এক অন্তঃসত্ত্বা মহিলাকে। গর্ভ যন্ত্রণা উঠে যাওয়ার পরও পেটে মৃত সন্তান আছে বলে, অস্ত্রোপচার করতে অস্বীকার করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় ওই মহিলাকে। পরে রাস্তায় স্থানীয় মানুষদের সাহায্যে সুস্থ, সবল বাচ্চার জন্ম দিলেন ওই মহিলা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তদন্ত করে দেখার নির্দেশ দেয় সেখানকার চিফ মেডিক্যাল অফিসার।

মহিলা জানিয়েছেন, সে যখন লেবার পেইন ওঠার পর হাসপাতালে যান, তখন চিকিত্সকরা তাঁকে বলে তার গর্ভে মৃত সন্তান রয়েছে। এমনকি একজন নার্স যিনি মহিলাকে সাহায্য করেছিলেন, তাঁকে থাপ্পর মারে অভিযুক্ত চিকিত্সক। তারপর একপ্রকার গলাধাক্কা দিয়ে মহিলাকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে।