নয়াদিল্লি: তাজমহলকে সংরক্ষণের জন্য সুসংবদ্ধ পরিকল্পনা নিক উত্তরপ্রদেশ সরকার। তাজমহল নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের মধ্যে যোগী আদিত্যনাথ সরকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, ঐতিহাসিক এই সৌধকে এমনভাবে সংরক্ষণ করা হোক, যাতে তা অন্তত আরও ৪০০ বছর টিকে থাকতে পারে।
তাজমহল আগে শিব মন্দির ছিল কিনা তা নিয়ে কিছু মহলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বিজেপির সঙ্গীত সোম মন্তব্য করেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকেও বাদ দেওয়া হয়েছে তাজের নাম। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাজমহলকে বাঁচিয়ে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সরকারের ভবিষ্যৎমুখী পরিকল্পনা করা উচিত বলে তারা মনে করছে। যাঁরা সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ঐতিহ্য, প্রকৃতি, বন্যপ্রাণ ইত্যাদি নিয়ে কাজ করেন, তাঁদের সবাইকে এতে যুক্ত করা উচিত। আর অবশ্যই উচিত, তাজের দূষণের দিকে নজর দেওয়া।
রাজ্য সরকার বলেছে, স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারকে তারা এ বিষয়ে পরিকল্পনা করতে বলেছে। কিন্তু শীর্ষ আদালতের বক্তব্য, এই পরিকল্পনা একমুখী হওয়া অনুচিত, এতে যোগ করতে হবে সংস্কৃতি, ইতিহাস, পুরাতত্ত্ব ও অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের।
সুপ্র্রিম কোর্টের বক্তব্য, এ নিয়ে তাড়াহুড়ো নিষ্প্রয়োজন। আমলাতন্ত্রকেও বিষয়টি নিয়ে মাথা না ঘামালে চলবে, কারণ আমলাতন্ত্র ঠিক কী হতে পারে তা নানা সময়ে দেখা গিয়েছে। ধীরে সুস্থে সরকার এমন পদক্ষেপ করুক, যাতে এই স্থাপত্য আরও ৩০০-৪০০ বছর অনায়াসে টিকে যেতে পারে।
তাজমহলকে ৪০০ বছর সংরক্ষণের পরিকল্পনা করুন, যোগী সরকারকে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
09 Dec 2017 10:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -