নয়াদিল্লি: ৫২ তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কবি শঙ্খ ঘোষ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করেন তিনি।
২০১১ সালে পদ্মভূষণ এবং ১৯৭৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিশিষ্ট এই বাঙালি কবি। শঙ্খ ঘোষ ষষ্ঠ বাঙালি যিনি সাহিত্যের এই সর্বোচ্চ পুরস্কার পেলেন।
শঙ্খ ঘোষ প্রসঙ্গে এদিন রাষ্ট্রপতি বলেন, উনি হলেন একজন বরণীয় কবি, তেমনই উচ্চ প্রশংসিত সমালোচক, খ্যাতনামা শিক্ষক। এই পুরস্কারের জন্য তিনি যথার্থভাবেই যোগ্যতম।
১৯৩২ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন কবি শঙ্খ ঘোষ।কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক হন তিনি। পরবর্তীকালে কলকাতা, যাদবপুর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন শঙ্খ ঘোষ।
তাঁর লেখা কবিতার মধ্যে ‘আদিম লতা’, ‘সামাজিক নয়’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘বাবরের প্রার্থনা’ উল্লেখযোগ্য।