নয়াদিল্লি: টেলিকমের আকাশে আবার প্রতিযোগিতার ঘনঘটা। রমরম করে এসে পড়েছে সুপার-সস্তা রিলায়েন্স জিও। বাজারে টিকে থাকতে বাধ্য হয়ে দাম কমানোর পথে হাঁটতে পারে ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া সেলুলার। বিশেষজ্ঞরা সকলেই মনে করছেন, দেশজোড়া নেটওয়ার্ক আর সস্তা দামের টোপ দিয়ে বাজার ধরতে ঝাঁপাবে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য প্রতিযোগীরও দাম কমানো ছাড়া উপায় নেই। কারণ যেখানে দামটাই মূল কথা, সেখানে টকটাইমের খরচ বাড়িয়ে রেখে বাজার হাতছাড়া করার ঝুঁকি কেউ নিতে চাইবে না।
মুকেশ অম্বানি টার্গেট রেখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব দশকোটি গ্রাহককে জিও-র ছাতার তলায় আনতে হবে। গ্রাহকদের কাছে জিও-র গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়ে যাওয়ার পরেই দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ারা।
বাজার ধরে রাখার জন্য এই লড়াইয়ে গ্রাহকরা লাভবান হলেও টেলিকম শিল্পের পক্ষে তেমন সুখকর না-ও হতে পারে। ৩৫,০০০ কোটি টাকা ঋণের বোঝা তো রয়েছেই। তারপর নতুন করে এয়ারওয়েভ নিলাম শুরু হলে এই বোঝা বাড়তে পারে আরও। এর মধ্যে এভাবে দাম কমানোর লড়াই শুরু হলে টেলিকম শিল্পের পুনরুজ্জীবনের আশা কঠিন।
দর নিয়ে দরাদরি: রিলায়েন্স জিও-র সঙ্গে সামঞ্জস্য রেখে সস্তা হতে পারে ভোডাফোন ও ভারতী এয়ারটেল
ABP Ananda, web desk
Updated at:
02 Sep 2016 03:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -