নয়াদিল্লি: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের পড়ুয়া প্রদ্যুম্ন ঠাকুর খুন হওয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সরব হলেন বিহারের দাগি সাংসদ পাপ্পু যাদব। তাঁর দাবি, বেসরকারি স্কুলগুলি রাজনৈতিক নেতা, আমলা ও স্বঘোষিত ধর্মগুরুদের অবৈধ অর্থের ঘাঁটি। তাই সরকারের সব বেসরকারি স্কুল অধিগ্রহণ করা উচিত।
প্রদ্যুম্ন হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পাপ্পু। তিনি আরও বলেছেন, ‘প্রদ্যুম্ন হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছি। কোঠারি কমিশন ও মুচকুন্দ দ্বিবেদী কমিশনের সুপারিশ কার্যকর করারও দাবি জানিয়েছি আমি। শিক্ষা মাফিয়ারা বেসরকারি স্কুলগুলি চালাচ্ছে। এই স্কুলগুলির কোনও বিশ্বাসযোগ্যতা নেই। যে কোনও উপায়ে মুনাফা লোটাই বেসরকারি স্কুলগুলির একমাত্র লক্ষ্য।’
রাজনৈতিক নেতারা নির্বাচনে জয়লাভ করার পর কীভাবে কয়েকশো কোটি টাকার সম্পত্তি করে ফেললেন, সেটা নিয়েও তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন পাপ্পু। তাঁর দাবি, রাজনৈতিক নেতাদের বিপুল আয়ের উৎস অনুসন্ধান করা উচিত।
বেসরকারি স্কুলগুলি 'অবৈধ অর্থের ঘাঁটি', সরকার অধিগ্রহণ করুক, দাবি পাপ্পু যাদবের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2017 05:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -