নয়াদিল্লি: ইউনিসেফের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করলেন প্রিয়ঙ্কা চোপড়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল বাচেলেতকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলিউড অভিনেত্রী।

https://twitter.com/priyankachopra/status/984117640284143616

বৈঠকে, প্রিয়ঙ্কার পরণে ছিল অফ-হোয়াইট আনারকলি স্যুট। প্রসঙ্গত, গতবারের সাক্ষাতে প্রিয়ঙ্কার পোশাক নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় পশ্চিমী 'ড্রেস' পরেছিলেন অভিনেত্রী। যার জেরে তাঁকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই বলেছিলেন ‘সংস্কার মানেন  না’ প্রিয়ঙ্কা।

তাই এবার আগাম সতর্কতা অবলম্বন করেন প্রিয়ঙ্কা। নিজের টুইটার হ্যান্ডলে প্রিয়ঙ্কা লেখেন, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞ। অভিনেত্রীর এই টুইটে জবাব দিতেও দেরি করেনি নেটিজেনরা। একজন লেখেন, দেখে ভাল লাগছে, আগেরবারের ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন। আরেকজন লিখেছেন, প্রিয়ঙ্কাকে ঠিকঠাক পোশাকে দেখে ভাল লাগল।