নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ভোটের আগে বারবার বলা হয়েছিল, প্রিয়ঙ্কা ভঢরাকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামবে কংগ্রেস। কিন্তু দেখা যাচ্ছে, গোটা রাজ্য তো দূরের কথা, গাঁধী পরিবারের দুর্গ আমেঠিতেও প্রিয়ঙ্কা নির্বাচনী প্রচারে নেই। এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির মন্তব্য, প্রিয়ঙ্কা আমেঠি যাচ্ছেন না, কারণ জনতা যখন তাঁদের অসম্পূর্ণ প্রতিশ্রুতির ব্যাপারে জানতে চাইবে, তখন তার কোনও উত্তর তিনি দিতে পারবেন না।


স্মৃতি বলেছেন, ২০১৪-র লোকসভা ভোটে রাহুল গাঁধীর কাছে পরাজয়ের পরেও তিনি আমেঠি ছাড়েননি। অথচ প্রিয়ঙ্কা সেখানে যেতেই পারছেন না কারণ আমেঠির জনতাকে তাঁরা এতদিন ধরে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছেন, যার একটাও পূর্ণ করতে পারেননি। তাই মানুষের সামনে দাঁড়াতে পারছেন না।

১৯ তারিখ উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট। ৬৯টি আসনে ভোটের আগে এলাকা চষে প্রচার চালাচ্ছেন স্মৃতি। এসপি-কংগ্রেস জোটের ফলে বিজেপির জয়ের আশা কমেছে কিনা প্রশ্ন করলে তাঁর মন্তব্য, অখিলেশ যাদব একার জোরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না। তাই তাঁকে রাহুল গাঁধীর হাত ধরতে হয়েছে। তিনি কি হিন্দি বলয়ের এই সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী? জবাব এড়িয়ে গিয়েছেন স্মৃতি। শুধু বলেছেন, দলের প্রত্যেক কর্মীই চান, তাঁরা এ রাজ্যে পরবর্তী সরকার গঠন করুন।