নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে  কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর কন্যা প্রিয়ঙ্কা গাঁধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। তিনি বললেন, প্রিয়ঙ্কা গাঁধী দেখতে সুন্দর। তাই কংগ্রেস তাঁকে প্রচারে তুলে ধরছে। তবে তাঁর মতো সুন্দরী মহিলার অভাব বিজেপিতে নেই। বরং প্রিয়ঙ্কার থেকে অনেক সুন্দর মহিলা তাঁদের দলে রয়েছে বলে মন্তব্য করেছেন কাটিয়ার।

শব্দ ব্যবহারে বেলাগাম বিজেপির এই নেতা প্রিয়ঙ্কার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও তুলনা টেনেছেন। তিনি বলেছেন, প্রিয়ঙ্কাকে যতটা সুন্দরী বলা হয়, আদপে তিনি ততটা সুন্দরী নন। বিজেপি নেত্রী স্মৃতি ঢের বেশি সুন্দরী। স্মৃতি যেখানেই যান, সেখানেই ভিড় জমে যায়। স্মৃতি প্রিয়ঙ্কার চেয়ে ভালো ভাষণ দিতে পারেন।

উল্লেখ্য, কংগ্রেস উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কাকে দলের ৪০ তারকা প্রচারকদের মধ্যে একজন হিসেবে ঘোষণা করেছে। এর একদিন পরই প্রিয়ঙ্কা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কাটিয়ার।

কাটিয়ারের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। তাঁর এই মন্তব্যে যৌন ইঙ্গিত রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। প্রিয়ঙ্কা গাঁধী বলেছেন, ওই মন্তব্যে দেশের মহিলাদের  বিজেপি কী চোখে দেখে, সেটাই বোঝা গেল। অথচ, দেশের জনসংখ্যার অর্ধেকই মহিলা। প্রিয়ঙ্কার স্বামী রবার্ট ভঢরা বলেছেন, কাটিয়ারের এই মন্তব্যে তিনি চমকে গিয়েছেন। কাটিয়ারের মন্তব্য অশালীন ও নারীবিদ্বেষী বলেও মন্তব্য করেছেন রবার্ট।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, কাটিয়ারের এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি দলকেই ক্ষমা চাইতে হবে। ট্যুইট করে তিনি বলেছেন, বিজেপি যে মহিলাদের শুধুমাত্র একটা পণ্য হিসেবেই দেখে, এই মন্তব্যে তারই প্রমাণ মিলেছে। তিনি আরও বলেছেন, ভারতীয় মহিলাদের ক্ষমতা, শক্তি ও ত্যাগের পরিবর্তে  শুধুমাত্র তাঁদের শারীরিক লক্ষ্মণের ভিত্তিতে মন্তব্য করা বিজেপির সংকীর্ণ মানসিকতার পরিচয়। সুরজেওয়ালা বিনয় কাটিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই মন্তব্যের মাধ্যমে ভারতীয় নারী সমাজকেই অপমান করেছেন বিজেপি নেতা।