বদগাম (জম্মু ও কাশ্মীর): এক পদ, এক পেনশন ইস্যুতে গতকাল আত্মঘাতী হয়েছেন এক প্রাক্তন সেনাকর্মী, যা নিয়ে প্রবল শোরগোল চলছে, রাজনৈতিক উত্তাপ চরমে। যদিও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, ২০ লক্ষের বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মধ্যে মাত্র এক লক্ষের এক পদ, এক পেনশন নীতি (ওআরওপি)অনুযায়ী পেনশন পাওয়ায় অসুবিধা হচ্ছে। সেটাও কিছু টেকনিক্যাল জটিলতা অথবা কাগজপত্র তৈরির সমস্যার জন্য। আমরা আগামী দু মাসের মধ্যে এই সমস্যা দূর করব, বলেন তিনি।
বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহকে সঙ্গে করে পর্রীকর এখানে এসেছিলেন স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মার প্রতি শ্রদ্ধা জানাতে। ১৯৪৭ সালে শ্রীনগর বিমানবন্দর দখলের জন্য হানা দেওয়া পাকিস্তানি সেনাদের জীবন বলিদান দিয়ে রুখে দেওয়া সেনা জওয়ানদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তাঁরা। সেখানেই প্রাক্তন জওয়ানদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন পর্রীকর।
গত ৪৩ বছরে কার্যকর হয়নি, তবে বর্তমান সরকার এক পদ, এক পেনশন ইস্যুর প্রতি আন্তরিক বলে দাবি করেন তিনি। বলেন, আমরা এর রূপায়ণ করেছি। প্রতি বছর ৭ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে। ১১ হাজার কোটি টাকা বকেয়াও দিয়ে দেওয়া হয়েছে। গড়ে ২৩-২৪ শতাংশ পেনশন বেড়েছে। প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাসও দেন পর্রীকর। বলেন, আমি আবার যখন আসব, তার আগেই আজ যেসব সমস্যার কথা শুনলাম, সেসব মিটে যাবে। আজ কথা শোনার জন্য দশ মিনিট সময় বরাদ্দ ছিল, কিন্তু আমি ৪০ মিনিট কথা বললাম। পরের বার আপনাদের সঙ্গে অর্ধেক দিন থাকব।
এক পদ, এক পেনশন নীতি (ওআরওপি) অনুযায়ী পেনশন পাওয়ায় অসুবিধা হচ্ছে মাত্র এক লক্ষ প্রাক্তন সেনাকর্মীর, জানালেন পর্রীকরের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2016 04:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -