নয়াদিল্লি: ভারতে পাবজির নেশায় ফের প্রাণ খোয়াতে হল একজনকে। অন্ধ্রপ্রদেশের ১৬ বছরের এক কিশোর পাবজি খেলায় এতই মত্ত ছিল যে, দীর্ঘদিন খাওয়াদাওয়া করতেই ভুলে গিয়েছিল। এতই অসুস্থ হয়ে পড়ে সে, শেষ পর্যন্ত ওই বালকের প্রাণরক্ষা করা সম্ভব হয়নি।

পরিবার সূত্রে খবর, করোনার জেরে আপাতত গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছিল ওই কিশোর। আর সময় কাটানোর জন্য দিনরাত পাবজি-তে ডুবে ছিল। সারাদিন খেলায় এতই মগ্ন থাকত যে, খেতে, এমনকী, জল পান করতেও ভুলে যেত। এবং একদিন নয়, এই ঘটনা ঘটেছে দিনের পর দিন। দীর্ঘ সময় জল পান না করায় ওই কিশোরের ভয়ানক ডিহাইড্রেশন হয়। তার পরিবারের লোকেরা তাকে নিয়ে ইলুরু শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিল ওই কিশোর। সোমবার সে মারা যায়।

গত জানুয়ারি মাসে পুণেতে ২৫ বছরের এক যুবক একইভাবে সারাদিন পাবজি খেলার পর ব্রেনস্ট্রোকে মারা গিয়েছিলেন।