জম্মু: মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে বিজেপির সমর্থন প্রত্যাহারের পর জম্মুর প্রথম জনসভায় পিডিপির পাশাপাশি কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। বললেন, দলের দুই নেতা গুলাম নবি আজাদ, সৈফুদ্দিন সোজের কাশ্মীর নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে। সাহস থাকলে ওঁদের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নিক। বিজেপি পিডিপি-নেতৃত্বাধীন মেহবুবা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ায় তার পতনের পর নির্বাচনের গন্ধ পেয়ে কংগ্রেস তার আসল চেহারা দেখাতে শুরু করেছে বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, প্রত্যেকেরই আশা, শীঘ্রই ভোট হবে। বিজেপি একদিকে ভারত মাতা কী জয় স্লোগান দিচ্ছে, কিন্তু কংগ্রেস তার আসল চেহারা দেখাচ্ছে। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এমন একটা মন্তব্য করেছেন, যার পুনরাবৃত্তি আমি এখানে করতে পারব না। আর ঠিক তার পরই লস্কর-ই-তৈবা তা সমর্থন করে। কেন তাদের শীর্ষ নেতাদের সঙ্গে লস্করের দৃষ্টিভঙ্গি মিলে যাচ্ছে, কংগ্রেস ব্যাখ্যা দিক।

আজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের চেয়ে বেশি মানুষ মারছে ভারতীয় সেনাবাহিনী।

সোজকে বিজেপি কাঠগড়ায় তুলেছে তাঁর ওই মন্তব্যের জন্য যে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ঠিকই বলেছেন যে, কাশ্মীরীরা স্বাধীন হতেই চায়। বিজেপি সভাপতির বক্তব্য, সেটা তাঁরা কখনই হতে দেবেন না, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর বদল হবে না।

বিজেপি সভাপতি আচমকা জম্মু ও কাশ্মীরে জোট সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের সমর্থনে সওয়াল করেন, বিজেপির কাছে ক্ষমতায় বহাল থাকা অগ্রাধিকার নয়, জম্মু ও কাশ্মীরের উন্নয়ন, মঙ্গলই তাদের একমাত্র লক্ষ্য। পিডিপি কাশ্মীরের সব অংশের সমান উন্নয়নে গুরুত্ব দেয়নি।

প্রয়াত জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক তিরোধান বর্ষ উদযাপনের সমাবেশে তিনি বলেন, শ্যামাপ্রসাদও জম্মু ও কাশ্মীরকে ভারতে সামিল করার জন্য প্রজা পরিষদ আন্দোলনের পাশাপাশি নিজের জীবন উত্সর্গ করেছিলেন। উনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা। জম্মু ও কাশ্মীর আজ ভারতবর্ষে রয়েছে ওনার জন্যই।