শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। গুলি বিনিময়ে সামান্য জখম হয়েছেন তিন নিরাপত্তা রক্ষী।


এনকাউন্টার চলার সময় নিরাপত্তা বাহিনীর ওপর প্রচণ্ড পাথর বর্ষণ শুরু করে কিছু বাসিন্দা। সংঘর্ষে তাদের অন্তত ১০জন জখম হয়েছে।

বামনু এলাকায় ২৪ ঘণ্টার ওপর চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এই সংঘর্ষ। গতকাল ২ জঙ্গি খতম হয়, আজ তৃতীয় জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। গোটা এলাকা জুড়ে এখন তল্লাশি চালাচ্ছে সেনা।



এর আগে গতকাল ভোরে স্থানীয়দের সাহায্যে অন্তত ৩ জন হিজবুল মুজাহিদিন পান্ডা বাহিনীর চোখ এড়িয়ে চম্পট দেয়। পাথরবাজরা ক্রমাগত পাথর ছুঁড়ে বাহিনীর দৃষ্টি ঘুরিয়ে দেওয়ায় সেই সুযোগে পালায় তারা।